রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

দামেস্কে ইসরাইলী হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

১৫ ফেব্রুয়ারি, আল জাজিরা: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের চালানো আগ্রাসী হামলা প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার বাহিনী। তবে ইসরাইলী বিমান হামলা কোথায় আঘাত হেনেছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিগত দুই মাস ধরে সিরিয়ার অভ্যন্তরে ইরানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় সোমবার হামলা চালানো হয়।

সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান উপত্যকা পেরিয়ে ইসরাইলের সামরিক বিমান রাজধানী দামেস্কের প্রান্তে হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও পরিমাণ জানানো হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। সিরিয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দামেস্ক থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণের কিসওয়া শহরের সেনা অবস্থানে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ইরান সমর্থিত সেনাদের অবস্থান রয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। সাম্প্রতিক হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের সশস্ত্র বাহিনী। তবে ঊর্ধ্বতন ইসরাইলী কর্মকর্তারা স্বীকার করেছেন সিরিয়ার অভ্যন্তরে ইরানের উপস্থিতি ঠেকাতে হামলা জোরালো করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ